লালমনিরহাট প্রতিনিধি.
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের তালেব মোড় এলাকায় তিস্তা নদীর পানিতে শতাধিক পরিবার প্রায় ১৫ দিন ধরে পানি বন্দি অবস্থায় পড়ে আছে। তাদের মাঝে খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। ওই এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায়, ২য় দফা বন্যায় তিস্তা নদীর পানির চাপে গড্ডিমারী ইউনিয়নের অধিকাংশ বাঁধ ও রাস্তা ভেঙ্গে গেছে।
ফলে তিস্তা নদীর পানি একটু বৃদ্ধি পেলে ওই পানি লোকালয়ে প্রবেশ করে। গত ১৫ দিন আগে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ওই পানি গড্ডিমারী ইউনিয়নের তালেব মোড় ৬ নং ওয়ার্ডে প্রবেশ করে। এতে শতাধিক পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। পানি বন্দি জসিম উদ্দিন, ইয়াদ আলী, সালাম হোসেন ও আজিজুল ইসলাম বলেন, আমরা ১৫ দিন ধরে পানি বন্দি অবস্থায় পড়ে আছি । কেউ আমাদের কোনো খোঁজ খবর নিচ্ছে না।
হাতীবান্ধা উপজেলা গড্ডিমারী ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ আতিয়ার রহমান জানান, তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ওই এলাকায় বেশ কিছু পরিবার কিছু দিন ধরে পানি বন্দি অবস্থায় আছে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে তাদের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেনের সাথে কথা হয়েছে। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। হাতীবান্ধা উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও ত্রাণ কর্মকর্তা ফেরদৌস আহেম্মদ জানান, বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।

