লিজার ‘বিভোর হয়ে’


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

 

নিউজ ডেস্ক.


    জিয়াউদ্দিন আলমের কথায় গাইলেন শ্রোতাপ্রিয় শিল্পী ও ক্লোজআপ ওয়ান তারকা সানিয়া সুলতানা লিজা। ‘বিভোর হয়ে’ শিরোনামের গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন নাহিদ নোমান অরূপ। জিসান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে এরইমধ্যে গানটির একটি লিরিক ভিডিও প্রকাশ করা হয়েছে।

    লিজা বলেন ‘দর্শকদের উৎসাহ নিয়েই গান করে যাচ্ছি। ছোটবেলা থেকেই যখন আশপাশের মানুষ প্রশংসা করতেন তখন আরো ভালো কাজ করতে চেষ্টা করছি। এখন গান ইউটিবে রিলিজ হওয়ার পর দর্শকরা অনেক ভালো মন্তব্য করেন। সেটি অনেক বেশি এনজয় করি। কারণ দর্শক গানটি দেখে সঙ্গে সঙ্গেই তাঁর মত দিচ্ছেন। আপনাদের ভালোবাসা আজ আমাকে লিজা বানিয়েছে, আপনাদের ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চাই।

    গানটি প্রসঙ্গে গীতিকবি জিয়াউদ্দিন আলম সৃজন বলেছেন, লিজার গায়কী অসাধারণ। গানটি অসম্ভব ভালো গেয়েছেন। আশা করি শ্রোতারা এই গানের মাধ্যমে অন্য এক লিজাকে খুঁজে পাবেন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ