লীলাবালির ঈদ আয়োজন


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

স্টাফ রিপোর্টার.



    রাজধানীর বনানীতে লীলাবালি ঈদকে সামনে রেখে সাজিয়েছে দেশী বিদেশী জনপ্রিয় ব্র্যান্ডের ফ্যাশন অনুষঙ্গ নিয়ে। ফ্যাশন প্রেমিদের জন্য লীলাবালির ঈদ আয়োজনে থাকছে নতুন ডিজাইনের শাড়ি-সালোয়ার কামিজ সহ ব্র্যান্ডের জুতা, সুগন্ধি, ব্যাগ, হাতঘড়ি, কসমেটিকস পণ্য, গয়না ও উপহার সামগ্রী। ঈদের আনন্দকে পূর্ণতা দিতে ফ্যাশন সচেতন নারীদের জন্য এ আয়োজন করেছে লীলাবালি ফ্যাশন এন্ড লাইফস্টাইল। বিস্তারিত জানতে- রোড- ১০, ব্লক- ডি, হাউজ- ৩০, বনানী, ঢাকা। ফেসবুক-facebook.com/leelabali.

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ