লীলাবালির সামার কালেকশন


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
স্টাফ রিপোর্টার.

বনানীতে লীলাবালি ফ্যাশন প্রেমিদের জন্য সব সময়ই ঋতু ভিত্তিক আয়োজন করে। তারই ধারাবাহিকতায় লীলাবালি সামার কালেকশন সাজিয়েছে দেশী বিদেশী জনপ্রিয় ব্রান্ডের ফ্যাশন অনুষঙ্গ নিয়ে।

     

    লীলাবালিতে রয়েছে নানা নতুন ডিজাইনের শাড়ি-সালোয়ার কামিজ সহ ব্রান্ডের জুতা, সুগন্ধি, ব্যাগ, হাতঘড়ি, কসমেটিকস পণ্য, গয়না ও উপহার সামগ্রী। প্রচন্ড গরমের মাঝে একটু স্বাস্তি দিতে ফ্যাশন সচেতন নারীদের জন্য এ আয়োজন নিয়ে সাজিয়েছে লীলাবালি ফ্যাশন এন্ড লাইফস্টাইল। বিস্তারিত জানতে- রোড- ১০, ব্লক- ডি, হাউজ- ৩০, বনানী, ঢাকা। ফেসবুক-facebook.com/leelabali.

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ