শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশ ৯০তম


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.


বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান ৯০তম। সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের। আর সবচেয়ে কম শক্তিশালী পাসপোর্ট আফগানিস্তানের। তালিকায় আফগানিস্তানের অবস্থান ৯৪তম।

    ‘গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র‌্যাংক ২০১৭’ থেকে এ তথ্য জানা গেছে। বৈশ্বিক আর্থিক পরামর্শ প্রতিষ্ঠান আরটন ক্যাপিটাল এই তালিকা তৈরি করেছে।

    শক্তিশালী পাসপোর্টের তালিকায় এতদিন জার্মানির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিল সিঙ্গাপুর। তবে নতুন এ তালিকায় জার্মানির অবস্থান দ্বিতীয়। তালিকায় তৃতীয় অবস্থানে যৌথভাবে রয়েছে সুইডেন ও দক্ষিণ কোরিয়া। এ ছাড়া ডেনমার্ক, ফিনল্যান্ড, ইতালি, ফ্রান্স, স্পেন, নরওয়ে, জাপান ও যুক্তরাজ্য রয়েছে চতুর্থ অবস্থানে।

    ভিসা ছাড়াই বিভিন্ন দেশে যাওয়ার অনুমতি সাপেক্ষে পাসপোর্টের শক্তি বিবেচনা করা হয়। এতদিন সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় ইউরোপের দেশগুলোর জয়জয়কার থাকলেও গত দুই বছর ধরে শীর্ষে রয়েছে জার্মানির পাসপোর্ট। এ ছাড়া শক্তিশালী শীর্ষ ২০ দেশের পাসপোর্টের মধ্যে এশিয়ার দক্ষিণ কোরিয়া, জাপান ও মালয়েশিয়ার পাসপোর্ট রয়েছে।

    তালিকায় তিন ধাপ এগিয়ে ৭৫ নম্বরে রয়েছে ভারত। তবে বাংলাদেশের চেয়ে পিছিয়ে ৯৩তম অবস্থানে রয়েছে পাকিস্তান। যা যুদ্ধবিধস্ত ইরাক এবং সিরিয়ার চেয়েও পিছিয়ে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ