শাকিবের পেছনে জিৎ

 

নিউজ ডেস্ক.


আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনার দুটি চলচ্চিত্র— একটি শাকিব খানের ‘নবাব’, অন্যটি জিতের ‘বস ২’। এরই মধ্যে ইউটিউবে প্রকাশ পেয়েছে দুটি ছবির ট্রেইলার। গত ১২ মে প্রকাশ করা হয় ‘বস ২’ ছবির ট্রেইলার, এর ঠিক ১৩ দিন পর গত ২৫ মে প্রকাশ করা হয় ‘নবাব’ ছবির ট্রেইলার। দুটি ছবিই বাংলাদেশের প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার। তাদের ইউটিউব চ্যানেলেই দুটি ট্রেইলার প্রকাশ করা হয়।

আজ সোমবার দুপুর পর্যন্ত জাজের ইউটিউব চ্যানেলে দেখা যায়, জিতের ছবির ট্রেইলার দেখা হয়েছে চার লাখ ৭৬ হাজারের বেশিবার, ট্রেইলারটি লাইক পেয়েছে চার হাজার ৬০২টি।

১৩ দিন পর প্রকাশ হওয়ার পরও শাকিব খানের ‘নবাব’ ছবির ট্রেইলার দেখা হয়েছে আট লাখ আট হাজারবারের বেশি, আর সেখানে লাইকের সংখ্যা ১২ হাজার ৮৯৩টি।

বিষয়টি দেখে রাজধানীর ফার্মগেট এলাকার আনন্দ সিনেমা হলের কর্মচারী আবদুস সামাদ বলেন, ‘শাকিব খানের পেছনে দৌড়াচ্ছেন কলকাতার জিৎ। শুধু ইউটিউবে নয়। সিনেমা হলে ব্যবসাতেও তারা (কলকাতার ছবি) পিছিয়ে। আমরা এখন শাকিব খানের পুরাতন একটি ছবি চালাচ্ছি। এখানে যত টাকা আসছে, সেই টাকা কলকাতার কোনো ছবিতে পাই না। সারা বছরই কলকাতার ছবি মুক্তি পায়, কিন্তু টাকা কামাইতে পারে না। কারণ দর্শক এসব ছবি দেখে না।’

গত ঈদে জিতের ছবি ভালো ব্যবসা করেছিল, জিতের কারণে নয়, মানুষ ঈদে যে কোনো ছবি দেখতেই ভালোবাসে, সে কারণে। এমনটাই বলছিলেন আবদুস সামাদ। তিনি বলেন, ‘আরে ঈদের সময় সবাই ছবি দেখতে আসে, বিশেষ করে রোজার ঈদে। এখন হলে এসে যদি দর্শক দেখে যে জিতের ছবি চলছে, তখন না দেখে উপায় কি? ঈদ ছাড়া অন্য সময় হলে না দেখেই চলে যেত। তারা যেভাবে কথা কয়, তা টিভিতে বসে মাগনা দেখতেই ভালো লাগে। টাকা দিয়ে এসব ছবি দেখতে চায় না।’

‘নবাব’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়িকা শুভশ্রী। আর জিতের ‘বস ২’ ছবিতে শুভশ্রীর পাশাপাশি অভিনয় করেছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ