Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘জনগণের ভোটের অধিকার, জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা, মানুষের অধিকার ফিরিয়ে আনা, দ্বন্দ্ব-সংঘাতের বদলে শান্তি ও সমঝোতা প্রতিষ্ঠা করতে চাই। এটাই আমার অপরাধ।’
আজ বৃহস্পতিবার পুরান ঢাকার বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো. আকতারুজ্জামানের আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানিতে এসব কথা বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
গত ১৯ অক্টোবর তিনি এই মামলায় আত্মপক্ষ সমর্থন করে আংশিক বক্তব্য রাখেন। আজও তিনি আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিয়েছেন। তবে তার বক্তব্য এখনো শেষ হয়নি। আগামী ২ নভেম্বর খালেদা জিয়া আবার আদালতে হাজির হয়ে বক্তব্য দেবেন।
দুর্নীতি মামলায় আদালতে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘আমি তিন যুগ আগে রাজনীতিতে পা রাখি। সেদিন থেকে বিসর্জন দিয়েছি ব্যক্তিগত ও পারিবারিক সুখ-স্বাচ্ছন্দ্য।’
বক্তব্যের শুরুতেই খালেদা জিয়া আদালতের উদ্দেশ্যে বলেন, ‘মাননীয় আদালত, আমাকে একটু দীর্ঘ সময় দেবেন। অনুগ্রহ করে আমার কথাগুলো শুনবেন। আমাকে আমার পুরো বক্তব্য তুলে ধরতে সুযোগ দেবেন।’
খালেদা জিয়া তার বক্তব্যে বলেন, ‘মাননীয় আদালত আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন,সাম্প্রতিক বছরগুলোতে আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। জারি করা হচ্ছে গ্রেফতারি পরোয়ানা। চার দশকের স্মৃতি বিজড়িত বসত বাড়ি থেকে আমাকে উচ্ছেদ করা হয়েছে। আমাকে বাসা ও রাজনৈতিক কার্যালয়ে বালুর ট্রাক দিয়ে কয়েক দফায় অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমি অফিসে অবরুদ্ধ থাকা অবস্থায় বিদ্যুৎ, পানি, টেলিফোন, ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়। আমি অবরুদ্ধ অবস্থাতে বিদেশে চিকিৎসাধীন ছোট ছেলের মৃত্যুর সংবাদ…।’ এ পর্যায়ে খালেদা জিয়া আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন।
বিএনপি চেয়ারপারসন রাজনীতিতে আসার প্রেক্ষাপট উল্লেখ করে বলেন, ‘আমি কেন রাজনীতিতে এসেছিলাম? কেন ঝুঁকিপূর্ণ ও অনিশ্চিত পথে পা দিয়েছিলাম? তখন আমার সামনে মসনদ কিংবা ক্ষমতার কোনো হাতছানি ছিল না। রাষ্ট্রক্ষমতায় থাকা অবৈধ দখলদাররা চায়নি আমি রাজনীতিতে আসি।’ এ সময় তিনি জানান, দেশ ও জনগণের কথা চিন্তা করেই তিনি স্বামীর প্রতিষ্ঠিত দলের হাল ধরেন।
বিএনপি নেত্রী বলেন, ‘আমি সবসময়ই আদালতের প্রতি শ্রদ্ধাশীল। শত ব্যস্ততা সত্ত্বেও আদালতে হাজিরা দেয়ার চেষ্টা করি। আমার আইনজীবীরাও সাধ্যমতো আদালতকে সহযোগিতা করছেন। তবুও অনিবার্য কারণে কখনো আদালতে হাজির না হতে পারলে আমার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।’
দীর্ঘ বক্তব্যে খালেদা জিয়া তার রাজনীতিতে আসার প্রেক্ষাপট, দেশে গণতন্ত্র ও আইনের শাসন না থাকা এবং তাঁর পরিবারের বিরুদ্ধে চলা বিভিন্ন ষড়যন্ত্রের কথা বিস্তারিত তুলে ধরেন।