Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
মাহমুদুল কবীর, সিরাজগঞ্জ প্রতিনিধি.
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৩টি ইউনিয়নের প্রায় ২ শতাধিক জেএসসি পরীক্ষার্থী প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ইঞ্জিন চালিত শ্যালো নৌকায় পাড়াপাড় হচ্ছে।
কৈজুরী,সোনাতুনি ও গালা এই তিন ইউনিয়নের ২ শতাধিক জেএসসি পরীক্ষার্থী জীবনের ঝুতি নিয়ে পরীক্ষা দিচ্ছে । যাত্রীদের নিষেধ অমান্য করে ইজারাদারের লোকজন গুদাড়া নৌকায় ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত ২/৩ গুণ বেশি যাত্রী বহণ করছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা । বিকল্প কোন ব্যাবস্থা না থাকায় পরীক্ষার্থীরা নিরুপায় হয়েই অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে পাড়াপাড় হতে বাধ্য হচ্ছে। এ ব্যাপারে কয়েক জন অভিভাবক বলেন, ছেলে মেয়েদের পরীক্ষায় পাঠিয়ে বাড়ি না ফেরা পর্যন্ত চরম দুশ্চিন্তায় থাকি। তারা না ফেরা পর্যন্ত দোয়া দরুদ পড়তে থাকি।একাধিক শিক্ষার্থীর অভিভাবক জানায়, সোনাতুনি ইউনিয়নের পুরোপুরি, কৈজুরি ও গালা ইউনিয়নের অধিকাংশ গ্রাম যমুনা নদীর চরে অবস্থিত। তাই এ সকল গ্রামের মানুষ জন প্রতিদিন গুদাড়া ঘাটের ইঞ্জিন চালিত শ্যালো নৌকায় যাতায়াত করে থাকে। গুদাড়া ঘাটের ইঞ্জিন চালিত শ্যালো নৌকাই তাদের যাতায়াতের একমাত্র ভরসা হওয়ায় তারা জীবনের ঝুঁকি নিয়েই যাতায়াতে বাধ্য হন। অতিরিক্ত যাত্রী পরিবহনের প্রতিবাদ করলে ইজারাদারের ভাড়া আদায়কারীরা তাদের আটকে রেখে নানা ভাবে হয়রানি করে। তাদের হাতে লাঞ্ছিত হওয়ার ভয়ে তারা এর প্রতিবাদ করে সাহস পায়না। ফলে এরা দিন দিন চরম বেপরোয়া হয়ে উঠেছে। এ ব্যাপারে নৌকার ভাড়া আদায়কারী জকিম সরদার, সোনাই মোল্লা,আরজ আলী,শহিদ মোল্লা,আবুল হোসেন বলেন, পরীক্ষার্থীদের বিষয়টি মাথায় রেখে ওই সময় বড় নৌকা দেয়া হয়েছে। ফলে কোন অসুবিধা নেই। আর এ রুটে কখনো নৌকা ডুবি হয় না। আশা করি এখনও হবে না।
এ ব্যাপারে সোনাতুনি হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রউফ ও বানতিয়ার হাইস্কুলের প্রধান শিক্ষক হযরত আলী বলেন, পরীক্ষাকালিন সময় শিক্ষার্থীদের নিরাপদে চলাচলের ব্যবস্থা নিতে ঘাট কর্তৃপক্ষকে হলা হয়েছে। তারপরেও বিষয়টি নিয়ে তাদের সাথে আবারও কথা বলা হবে।
এ ব্যাপারে জামিরতা হাই স্কুলের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোজাম্মেল হক বলে, পরীক্ষার্থীদের নিরাপদে যাতায়াতের ব্যবস্থা করার স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ।
শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা শিক্ষা অফিসার আব্দুল কাদের বিশ^াস বলেন, বিষয়টি অভিভাবক বা স্কুল কর্তৃপক্ষের কেউই আমাদের জানায়নি। তার পরেও এ ব্যাপারে খোজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শেহেলী লায়লা বলেন, বিষয়টি জানার পরে দ্রুত ব্যবস্থা নিতে শাহজাদপুর থানা পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া বলেন, এ বিষয়ে খোজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।