শাহজালালে ৪০ সোনার বার জব্দ


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.


শাহজালাল বিমানবন্দরে ইউ এস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে ৪০টি সোনার বার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম।

    আজ বুধবার ইউএস বাংলা এয়ারলাইনসের (ফ্লাইট নং বিএস৩২২) ১১-এ ও ১১-বি সিটের ভেতর থেকে ওই সোনা উদ্ধার করা হয়।

    ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম বলেন, ইউএস বাংলা এয়ারলাইনসের নিরাপত্তা দলের দেয়া তথ্য অনুযায়ী আজ সকাল ৭টায় মাসকাট থেকে আসা বিএস ৩২২ এর ফ্লাইটে তল্লাশি চালানো হয়। এ সময় ১১-এ ও ১১-বি আসনের ভেতরে শক্ত ধাতব বস্তু থাকার অস্তিত্ব পাওয়া যায়। সিটের নরম ফোম তোলার পর দেখা যায় সেখানে কালো স্কচটেপ মোড়ানো ২টি প্যাকেট পড়ে আছে। পরে এগুলো উদ্ধার করে বিমানবন্দরের কাস্টম হলে নিয়ে আসা হয়। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে সেগুলো খোলা হয়। তাতে ১০ তোলা ওজনের ৪০ সোনার বার পাওয়া যায়।

    সাইদুল ইসলাম জানান, উদ্ধারকৃত সোনার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৩২ লাখ টাকা। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ