শিক্ষকতায় যোগ দিলেন সেরাকণ্ঠ চ্যাম্পিয়ন বৃষ্টি


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বিনোদন ডেস্ক.



    অনেকদিনের স্বপ্নপূরণ হলো ২০১২ সালের সেরাকণ্ঠ চ্যাম্পিয়ন চট্টগ্রামের মেয়ে কণ্ঠশিল্পী বৃষ্টি মুৎসুদ্দির। ছোটবেলা থেকেই বৃষ্টির স্বপ্ন ছিলো শিক্ষকতার মতো মহান পেশার সাথে যুক্ত হবার। অবেশেষে সেই স্বপ্ন পূরণ হলো তার। চট্টগ্রামের সদরঘাটে অবস্থিত ইসলামিয়া ইউনিভার্সিটি কলেজের ফিন্যান্স ডিপার্টম্যান্টে লেকচারার হিসেবে যোগ দিয়েছেন বৃষ্টি।

    গেলো ১ আগস্ট তিনি লেকচারার হিসেবে যোগ দেন। আর এই দিনেই যেন জীবনের সবচেয়ে বড় স্বপ্নটি পূরণ হলো তার। বৃষ্টির শিক্ষকতা পেশায় যোগদানের পর থেকে যেন তার পরিবারে বইছে খুশির বন্যা। বিশেষত তার এমন পেশায় যোগ দানে তার বাবা রন্দীপ কুমার মুৎসুদ্দি এবং মা ডা. শেলী বড়ুয়া ভীষণ খুশি। পড়াশুনার জন্য মেয়েকে রাজধানীর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পড়াশুনা করতে হতো বিধায় বাবা মাকে ছেড়ে রাজধানীতে থাকতে হতো বৃষ্টির।

    জীবনের স্বপ্নপূরণ হওয়া প্রসঙ্গে বৃষ্টি মুৎসুদ্দি বলেন, ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিলো শিক্ষকতার মতো মহান পেশায় জড়িত হবো। যে কারণে ২০১২ সালে সেরাকণ্ঠে চ্যাম্পিয়ন হলেও পড়াশুনার কারণে গানে খুব বেশি নিয়মিত হতে পারিনি। পড়াশুনা নিয়েই আমার যতো ভাবনা ছিলো, কীভাবে ভালো ফলাফল করা যায় সেই ভাবনাই ছিলো সারাক্ষণ। অবশেষে শিক্ষক হতে পেরেছি, এটা আমার জন্য অনকে বড় অর্জন। আমি কৃতজ্ঞ আমার বাবা মায়ের কাছে, কারণ তারা আমাকে সবসময়ই উৎসাহ দিয়েছেন। আর আমার দিদি নির্বাচিতার কথা বলতেই হয়, কারণ তার কাছেই আমার গানে হাতেখড়ি। আমার জীবন চলার পথে যে কোনো সিদ্ধান্ত দিদির কাছ থেকেই নিয়েছি সবসময়। আমার পাশে থেকে অনুপ্রেরণা যুগিয়েছেন সবসময়। সেইসাথে কৃতজ্ঞ আমার শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপ্যাল রেজাউল করিম স্যার এবং আমার বিভাগের প্রধান জিয়াউর রহমান মানিক স্যারের কাছে। তারা শুরু থেকেই আমাকে সহযোগিতা করে আসছেন।

    বৃষ্টি জানান, তিনি এইচএসসি, বিবিএ, এমবি’র ক্লাস নেন নিয়মিত।

    এদিকে বৃহস্পতিবার রাত ১১.২০ মিনিটে আরটিভির সরাসরি সঙ্গীতানুষ্ঠান ‘মিউজিক স্টেশন’-এ সঙ্গীত পরিবেশন করবেন বৃষ্টি মুৎসুদ্দি। বৃষ্টি তার নিজের ভালোলাগার এবং দর্শকের অনুরোধের গান গাইবেন আজ।

    উল্লেখ্য বৃষ্টি চট্টগ্রামের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ২০০৭ সালে এসএসসি এবং হাজী মুহাম্মদ মোহসীন কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। তিনি কর্মাস বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন।

    এদিকে আসছে ঈদের পর বৃষ্টির দেশের বাইরে যাবার সমম্ভাবনা রয়েছে স্টেজ শো’তে অংশগ্রহণের জন্য।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ