শিক্ষাবৃত্তি পেল প্রয়াত ১৭ সাংবাদিকের সন্তান

নিউজ ডেস্ক.

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রয়াত ১৭ সাংবাদিকের সন্তানকে শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে। এক বছরের জন্য মাসিক ২ হাজার করে প্রত্যেককে ২৪ হাজার টাকা করে বৃত্তি দেয়া হয়। শুক্রবার সকালে ডিআরইউয়ের সাগর-রুনি স্মৃতি মিলনায়তনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এই বৃত্তির টাকা তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ওবায়েদুল গনি চন্দনের স্ত্রী রুবিনা মোস্তফা বলেন, আমিও ডিআরইউয়ের সদস্য। আমি জানি ডিআরইউয়ের সম্পদ সীমিত। সীমিত সম্পদ নিয়েও তারা যে শিক্ষাবৃত্তির উদ্যোগ নিয়েছে এটা আমাদের জন্য একটা বড় সাপোর্ট। আমি তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ডিআরইউয়ের বৃত্তি প্রদানের উদ্যোগে আমি অভিভূত। আমরা সবসময় শুধু রাজনীতির কথা বলি, রাজনৈতিক বক্তব্য দেই। এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দেব না। তবে এ যুগে ২ হাজার টাকা অনেক কম। আমি আশা করছি এ ধরনের মহৎ উদ্যোগে ব্যবসায়ীরা এগিয়ে আসবেন এবং পরবর্তীতে এই বৃত্তির টাকা ৫ হাজার পর্যন্ত উন্নীত করবেন।
বাণিজ্যমন্ত্রীর বক্তব্যের পরপরই ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা আগামী বছর থেকে মাসিক বৃত্তির টাকা ৩ হাজারে উন্নীত করার ঘোষণা দেন। এ সময় প্রয়াত সাংবাদিকদের সন্তানদের উদ্দেশে তিনি বলেন, ডিআরইউ তোমাদের বৃত্তি দিয়েছে যাতে তোমরা ভালোভাবে পড়াশোনা করে সমাজের নেতৃত্ব দিতে পারো। ডিআরইউ সবসময় তোমাদের পাশে থাকবে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ