শিক্ষামন্ত্রীর গাড়ির সামনে শুয়ে পড়লেন শিক্ষকরা


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.


বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে যশোরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের গাড়ির সামনে শুয়ে পড়ে পথ আটকে বিক্ষোভ করেছেন শিক্ষকরা। দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষকদের এমপিও না হওয়ায় তারা বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।

    শিক্ষকরা পথ রোধ করলে মন্ত্রী গাড়ি থেকে নেমে শিক্ষকদের কষ্টের কথা শোনেন। মন্ত্রী শিক্ষকদের এ কষ্টের বিষয়ে অবহিত আছেন এবং এমপিওভুক্তির বিষয়ে তিনি অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্টদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছেন বলে জানান।

    যশোরে ৪৬তম গ্রীস্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী মুজিব সড়কের সার্কিট হাউজের যাওয়ার পথে এ বিক্ষোভের মুখে পড়েন। এই সড়কে নন-এমপিও শিক্ষকরা পূর্বঘোষিত মানববন্ধন করছিলেন। যখন শিক্ষামন্ত্রীর গাড়ি তাদের মানববন্ধন কর্মসূচিস্থলে এসে পৌঁছে তখন শিক্ষকরা বিক্ষোভ দেখান ও মন্ত্রীর গাড়ির সামনে শুয়ে পড়েন। এক পর্যায়ে মন্ত্রী গাড়ি থেকে নামতে বাধ্য হন।

    এদিকে, স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও সব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। শিক্ষক-কর্মচারীদের পক্ষে শরীফুজ্জামান আগা খানসহ অন্যরা স্মারকলিপি প্রদান করেন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ