শুধু মাথা কামালেই হবে না, জুতার মালা গলায় নিয়ে ঘুরতে হবে

নিউজ ডেস্ক.

শুধু মাথা কামালেই হবে না, তার সঙ্গে গলায় একজোড়া পুরনো ছেঁড়া জুতোর মালা পরে গোটা দেশ ঘুরতে হবে। তাহলেই ফতোয়ার ১০ লক্ষ টাকা পাওয়া যাবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু ইউনাইটেড কাউন্সিলের সহ-সভাপতি তথা মৌলবী সৈয়দ শাহ আতেফ আলি আল কাদরি।
বুধবার ফতোয়ার জবাব দিতে মাথা কামিয়ে সাংবাদিকদের ডেকে সংবাদ সম্মেলন করে ঘোষিত টাকা দাবি করে সংগীতশিল্পী সোনু নিগম।
তার পাল্টা জবাবে আল কাদরি এবার নয়া দাবি রাখলেন।
এর আগে কাদরি ফতোয়া জারি করেছিলেন, সোনুর মাথা কামিয়ে গলায় একজোড়া ফাটা জুতোর মালা পরিয়ে গোটা দেশে ঘোরাতে পারলে ১০ লক্ষ টাকা ইনাম দেবেন। সেই ফতোয়ার পাল্টা এদিন সোনু নিজের মাথা কামিয়ে নেন। এরপর ইনামের টাকা দাবি করেছেন সোনু। এরপর কাদরি জানিয়েছেন, তিনটের মধ্যে একটি শর্ত পূরণ হয়েছে। বাকি শর্ত পূরণ করলে তবেই মিলবে ইনাম।
সূত্র: এএনআই

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ