নিউজ ডেস্ক.
জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্যটা বেশ বড়ই। ৩২৫ রান। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলো না টাইগারদের। সাত ওভারের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে চাপের মুখে পড়েছে বাংলাদেশ। একে একে সাজঘরে ফিরেছেন সৌম্য সরকার, সাব্বির রহমান, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ ও মোসাদ্দেক হোসেন সৈকত। এই প্রতিবেদন লেখার সময় ৭.৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর : ২২/৬।
চতুর্থ ওভারে সৌম্যর আউটটি নিয়ে অবশ্য এরই মধ্যে তৈরি হয়েছে বিতর্ক। অফ স্টাম্পের বাইরে পিচ করা বলটি সজোরে মারতে চেয়েছিলেন বাঁহাতি এই ওপেনার। কিন্তু ব্যাটে-বলে সংযোগ না হওয়ায় বল চলে যায় উইকেটরক্ষকের হাতে। কট বিহাইন্ডের জোরালো আবেদন করে ওঠেন ভারতের ফিল্ডাররা। আম্পায়ারও তুলে দেন আঙুল। কিন্তু সত্যিই বলটা ব্যাটে লেগেছিল কি না, তা নিয়ে সন্দেহ থেকে গেছে। সৌম্যও ঠিক মেনে নিতে পারছিলেন না আম্পায়ারের সিদ্ধান্তটা। প্রস্তুতি ম্যাচ বলে কোনো রিভিউয়ের সুযোগ নেই। ফলে কিছুটা হতাশা নিয়েই সাজঘরে ফিরে যেতে হয়েছে সৌম্যকে।
উমেশ যাদবের সেই ওভারেই সাব্বিরের আউটটি নিয়ে অবশ্য কোনো বিতর্কের অবকাশ নেই। ক্লিন বোল্ড হয়ে আউট হয়েছেন সাব্বির। পরের ওভারে ইমরুল আউট হয়েছেন মিড অনে সহজ ক্যাচ দিয়ে।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ানের ৬০, দিনেশ কার্তিকের ৯৪ ও হার্দিক পান্ডের ৮০ রানের ঝড়ো ইনিংসে ভর করে স্কোরবোর্ডে ৩২৪ রান জমা করেছে ভারত।

