Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশে জটিলতা নিরসনে আগামী বৃহস্পতিবার আপিল বিভাগের বিচারকদের সঙ্গে বসবেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ রবিবার আপিল বিভাগের শুনানিতে এ নিয়ে আলোচনার পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বাইরে এসে সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, ‘এ মামলায় আমরা আবার ৪ সপ্তাহ সময় নিয়েছি। আমি আদালতকে জানিয়েছি, আদালতের সঙ্গে মাননীয় আইনমন্ত্রী বসতে চান। জিনিসটা কীভাবে সলভ করা যায়। টেনটেটিভলি আগামী বৃহস্পতিবার বসতে পারেন।’
শুনানি শেষে বিধিমালা গেজেট আকারে প্রকাশ নিয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ৩ ডিসেম্বর দিন ধার্য করেন আপিল বিভাগ।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, ‘আগের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা যেভাবে চাইতেন, রুলসটা যেভাবে হোক, তাতে রাষ্ট্রপতির ক্ষমতায় নানা রকম কার্টেল হওয়ার একটা বিষয় দাঁড়িয়ে গিয়েছিল। সে জন্য সুপ্রিম কোর্টের সঙ্গে আইন মন্ত্রণালয়ের আলাপ আলোচনার মাধ্যমে জিনিসটা কীভাবে সুষ্ঠুভাবে নিষ্পত্তি হতে পারে সে ব্যাপারে সরকার চেষ্টা করছে। গতকাল আইনমন্ত্রীর সাথে আমার এ ধরনের কথা হয়েছে।’
রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা গত ৮ অক্টোবর বলেছিলেন, ‘শৃঙ্খলাবিধি হবে, তবে সংবিধানের যে বিধিবিধান আছে, সেটাকে অক্ষুণ্ন রেখে। এ ব্যাপারে সংবিধানে রাষ্ট্রপতিকে যে ক্ষমতা দেওয়া আছে, সে ক্ষমতা অক্ষুণ্ন রেখে বিধিবিধান তৈরি করতে হবে।’