শেখ হা‌সিনা মস‌জিদের টাকাও চু‌রি করেছে -‌জিএম সিরাজ

বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, শেখ হা‌সিনা মস‌জিদের টাকাও চু‌রি করেছে। সে আর তার প‌রিবার প্রতি‌টি মডেল মস‌জি‌দ প্রকল্প থেকে ১০ কো‌টি টাকা করে চু‌রি করেছেন।

গোলাম মোহাম্মদ সিরাজ আরও বলেন শেখ হা‌সিনা ক্ষমতায় থাকলে বেগম খালেদা জিয়াকে মেরে ফেলতেন। আল্লাহ রক্ষা করেছেন। খা‌লেদা জিয়া এখন দেশের বা‌হিরে চি‌কিৎসা নিচ্ছেন। তি‌নি সুস্থ‌্য হয়ে আবার দেশের মানুষের মাঝে ফিরবেন।

বৃহস্প‌তিবার বগুড়ার ধুনটে গোসাইবাড়ী হাইস্কুল খেলার মাঠে অনু‌ষ্ঠিত ইফতার মাহ‌ফিল পূর্ব আলোচনা সভায় বক্তৃতাকালে তি‌নি এসব কথা বলেন। ‌চিকাশী, গোসাইবাড়ী ও ভান্ডারবাড়ী ইউ‌নিয়ন বিএন‌পি এবং অঙ্গ সংগঠন গুলো এ মাহ‌ফিলের আয়োজন করেন।

ইফতার মাহ‌ফিল পূর্ব আলোচনা সভায় বগুড়া জেলা বিএ‌নপির সদস‌্য আ‌সিফ সিরাজ রব্বানী ড. ইউনূসের প্রশংসা করে বলেন ‘আপনার অনেক অর্জন। খু‌নি হা‌সিনা দেশের মানুষের ভোটের অ‌ধিকার কেড়ে নিয়ে‌ছিলো। আপ‌নি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচ‌ন আয়োজনের মধ‌্যদিয়ে দেশের মানুষকে ভোটের অ‌ধিকার ফি‌রিয়ে দেবেন। আমরা সেই প্রত‌্যাশা কর‌ছি’।

গোসাইবাড়ী ইউ‌নিয়ন বিএন‌পি নেতা আলহাজ্ব শ‌হিদুল ইসলামের সভাপ‌তিত্বে এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাশেদুজ্জামান উজ্জল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল‌ফিজুর রহমান স্বপনের সঞ্চালনায় অনু‌ষ্ঠিত আলোচনা সভায় বক্তব‌্য রাখেন পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল, বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সাধা‌রণ সম্পাদক নূরে আলম সি‌দ্দিকী রিগ‌্যান, চিকাশী ইউ‌নিয়ন প‌রিষদের চেয়ারম‌্যান জা‌কির হোসেন জুয়েল, বিএন‌পি নেতা জাহাঙ্গীর আলম, পৌর যুবদলের সি‌নিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক আল আ‌মিন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, ছাত্রদল নেতা আলম হাসান ও মিশুক বাবু সস্রাট।

আলোচনা সভা শেষে বিএন‌পি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান তারেক রহমানসহ দলীয় নেতাকর্মীসহ দেশ ও মানুষের কল‌্যা‌নে বিশেষ মোনাজাত অনু‌ষ্ঠিত হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ