শেরপুরে অভিনব কায়দায় জেএসসি পরীক্ষায় নকল চলছে!


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

শেরপুর (বগুড়া) প্রতিনিধি.


শেরপুরের ডিগ্রী কলেজ কেন্দ্রে জেএসসি পরীক্ষায় অভিনব কায়দায় নকল চললেও দেখার কেউ নেই। পরীক্ষা শুরুর পরপরই প্রশ্নপত্র মোবাইলের মাধ্যমে ছবি তুলে নিয়ে এসে বাইরে থেকে সমাধান করে আবারো ভিতরে দিয়ে আসছে। পরে ছাত্র-ছাত্রীরা ওই সমাধান দেখে খাতায় উত্তর লিখছে। এমনকি কেউ লুজ শিটে উত্তর লিখে ভিতরে দিয়ে আসলে তা শুধু খাতার সাথে শুধুমাত্র আটকিয়ে দেয়া হচ্ছে।

    গতকাল ৬ নভেম্বর সোমবার সকাল ১০ টায় ইংরেজী ২য় পত্র পরীক্ষার সময় শেরপুর ডিগ্রী কলেজ কেন্দ্রে দেখা যায়, ধর্মকাম স্কুলের এক ছাত্রের নিকট থেকে মোবাইলের মাধ্যমে প্রশ্ন পত্রের ছবি তুলে বাইরে নিয়ে আসে ওই ছাত্রের ভাই মির্জাপুরের নাঈম। পরে বাইরে এসে বই দেখে ৩০ থেকে ৪০ মার্কের উত্তর লুজ শিটে লিখে দিয়ে আসে এবং শর্ট উত্তর গুলো লিখে দিয়ে আসলে তারা সেগুলো দেখে খাতায় উত্তর লেখে। এ ছাড়াও তারা প্রতিদিনই ৩০ মার্কের নৈর্বেত্তিক উত্তরগুলো বাইরে থেকে সমাধান করার সময় ছাত্ররা ভিতরে রচনামুলক উত্তর গুলো লেখে। এই সকল অনৈতিক কাজের সাথে কিছু কোচিং সেন্টারের শিক্ষক ও ছাত্রের অভিভাবকরা জড়িত রয়েছে।

    পরবর্তিতে বাহির থেকে সমাধান ভিতরে গেলে তারা তা লিখে। এভাবে প্রকাশ্যে নকলের মহোতসব চললেও দেখার কেই নেই।
    জানা যায়, এই কেন্দ্রেটি শেরপুর ডিজে হাইস্কুলের সাবকেন্দ্র। এখানে ১৭টি স্কুলের মোট ১০৮৫ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দিচ্ছে।

    এ ব্যাপারে কেন্দ্র সচীব শাজাহান আলী জানান, বিষয়টি আমাদের জানা নেই। খোজ নিয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।
    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল ইসলাম জানান, এই কাজের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ