আবু জাহের, শেরপুর(বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরের শাহবন্দেগী ইউনিয়ন চেয়ারম্যান আল আমীনের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ এনে ইউপি সদস্যেদের আনীত অনাস্থা প্রস্তাব গত বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় কৃর্তক গৃহীত হয় এবং অফিস আদেশ জারী করা হয়েছে।
জানা যায়. উপজেলার ১০ নং শাহবন্দেগী ইউনিয়নের চেয়ারম্যান আল আমীনের অনিয়ম ও দূর্নীতির অভিযোগ এনে গত ৫ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে ১২ জন ইউপি সদস্য এক অনাস্তা প্রস্তাব আনে এবং রেজুলেশন করে ওইদিনই উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জমা দেন। সেই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ওই অনাস্তা প্রস্তাবটি গৃহিত হয় এবং এক অফিস আদেশ জারী করেন। এই অনাস্থা প্রস্তাব স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ৩৯ (১৩) অনুযায়ী সরকার কৃর্তক অনুমোদিত হয়েছে বলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ সচিব মাহাবুবার রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে।
এতে আরো বলা হয় স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৫ এর ২ ধারা মোতাবেক শেরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ গেজেট জারী করে শুন্য ঘোষনা করবেন।
এ ব্যাপারে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সিরাজুল ইসলাম জানান, এ ব্যাপারে আমি শুনেছি। কিন্তু অফিসিয়াল কোন চিঠি পাইনি। পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

