শেরপুরে ইয়াবা-ফেন্সিডিল সহ আটক ২

আবু জাহের, শেরপুর (বগুড়া) থেকে.

বগুড়ার শেরপুর থানার পুলিশ অভিযান চালিয়ে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫ গ্রাম হেরোইন সহ কুখ্যাত মাদক সম্রাট দীপু পোদ্দার (৪২) ও ১৫০ বোতল ফেন্সিডিল সহ আন্তঃজেলা মাদক চোরাকারবারী আজাদ (২৫) কে আটক করেছে।
শেরপুর থানার এসআই শামছুজ্জোহা জানান, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ মে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৭ টার দিকে শেরপুর শহরের পোদ্দার পাড়া এলাকার মৃতঃ অব্দুর রউফ পোদ্দারের পুত্র মাদক সম্প্রাট দীপু পোদ্দারের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫ গ্রাম হেরোইন সহ দীপু পোদ্দারকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দীপুর স্ত্রী লাকী বেগম (৩৮) ও দীপুর সহযোগী বগুড়ার নামাজ গড় এলাকার আফসার আলীর পুত্র রজব সরদার (৩৪) পালিয়ে যায়।
অপর দিকে বুধবার সকাল সাড়ে ৮ টায় শহরের নবমী সিনেমা হলের সামনে থেকে ১৫০ বোতল ফেন্সিডিল সহ দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার বাজিতপুর গ্রামের রেজাউল করিম রেজার পুত্র মোঃ আজাদ আলী (২৫) কে আটক করে পুলিশ। এসময় তার সহযোগী একই এলাকার বিপ্লব ওরফে রুবেল (৩৫) পালিয়ে যায়। এ বিষয়ে থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ