Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

শেরপুর (বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার শেরপুরে পুর্ব শত্রুতার জেরে প্রাইভেট ইউনিভার্সিটি ট্যামফোডের বিএসসি শেষ বর্ষের মেধাবি ছাত্র আবু রায়হান ডনেলকে হত্যার উদ্যেশে কার চাপায় গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় শেরপুর বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
জানাযায়, শেরপুর পৌরসভা বারদুয়ারী পাড়া এলাকার আবু জিন্নাহ ছেলে আবু রায়হান ডনেল পারিবারিক কাজে বাসষ্ট্যান্ড আঁখিমনি হোটেলের সামনে গেলে শাহ বন্দেগী ইউনিয়নের বাগমাড়া গ্রামের হামিদুর ইসলামের ছেলে হাসিবুর রহমান ও শেরুয়া গ্রামের মোজাফফরের ছেলে সোহাগ হোসেন কার নিয়ে সামনে এসে থামিয়ে কোন কিছু বুঝে উঠার আগেই আবু রায়হান ডনেলকে চর থাপ্পর মারথে থাকে। স্থানীয় লোকজন বিষয়টি মিমাংসা করে আবু রায়হান ডনেলকে বাসায় যেতে বলে। ডনেল রাস্তা পার হয়ে হেটে বাসষ্ট্যান্ড সাউদিয়া হোটেলের সামনে আসলে হাসিবুর রহমান কার গাড়িটি চালিয়ে আবু রায়হান ডনেলকে হত্যার উদ্যেশে গায়ের উপর গাড়ি তুলে দেয়। এতে ডনেলের বাম পা ভেঙ্গে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থা আশংঙ্খা জনক হওয়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাত রেফার্ড করে দেওয়া হয়।
এ ব্যাপারে শেরপুর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর ধুনট বার্তাকে বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।