শেরপুরে কেন্দ্রীয় সমবায় সমিতির ত্রি-বাার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

আবু জাহের, শেরপুর(বগুড়া) প্রতিনিধি.

বগুড়ার শেরপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বাার্ষিক নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব রফিকুল ইসলাম তালুকদার ৬৪ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু তালেব আকন্দ পেয়েছেন ৫৪ভোট। গত বুধবার (০৩মে) বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে সমিতির কার্যালয়ে এই নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে অন্য বিজয়ীরা হলেন- সহসভাপতি পদে খলিলুর রহমান, সদস্য পদে আব্দুর রশিদ, শ্রী গণেশ চন্দ্র সরকার, ওসমান গণি, আমজাদ হোসেন ও আয়েশা আক্তার। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান উপজেলা নির্বাচন অফিসার আনিছুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, এই নির্বাচনে মোট ১২২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সুষ্ঠুৃ ও শান্তিপুর্ণভাবে সম্পন্ন হওয়া এই ত্রি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ