শেরপুরে খানপুর ইউনিয়ন আ.লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

আবু জাহের. শেরপুর (বগুড়া) থেকে



বগুড়ার শেরপরের খানপুর ইউনিয়ন আ.লীগের উদ্যোগে বুধবার সন্ধ্যায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীরমুক্তযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিলুর রহামনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, সাংগঠনিক সম্পাদক শামীম ইফতেখার, সদস্য আবু তাহের মীর, মোজাম্মেল হক রানা, শহর আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম আয়ুব খান, পৌরসভার প্যানেল মেয়র নাজমুল আলম খোকন, খানপুন ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঞ্জু, পিএস কোরবান আলী মিলন প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে ইফতার পুর্ব আলোচনা সভায় বক্তারা আগামী নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ