শেরপুরে গাড়িদহ মডেল ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষনা

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি.

বগুড়ার শেরপুরে গাড়িদহ মডেল ইউনিয়নের ২০১৭-১৮ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। শানবার সকালে পরিষদের সভাকক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দবিবুর রহমানের সভাপতিত্বে পরিষদের সচিব সাজেদুল ইসলাম প্রায় আড়াই কোটি টাকার বাজেট ঘোষনা করেন।
ঘোষিত বাজেটে রাজস্ব তহবিল থেকে ২৭ লাখ ২৬ হাজার ৪শত টাকা ও সরকারী তহবিল থেকে ২ কোটি ৩১ লাখ ৭৬ হাজার ৯শত ২৪ টাকা এই মোট ২ কোটি ৫৯ লাখ ৩ হাজার ৩শত ২৪ টাকা আয় ধরা হয়েছে। রাজস্ব ও উন্নয়ন খাতে ব্যায় ধরা হয়েছে ২ কোটি ৫৮ লাখ ৩৩ হাজার ৩শত ২৪ টাকা। এতে উদ্বৃত্ত তহবিল দেখানো হয়েছে ৭০ হাজার টাকা।
উক্ত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা পরিষদের সদস্য ও শেরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্টো, বিশেষ অতিথি খামারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আবদুল ওহাব, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মাদ আলী মন্টু, শেরপুর থানার এসআই এবাদ আলী, বিশালপুর ইউনিয়নের সচিব আব্দুল মোমিন, শিক্ষক হাফিজুর রহমান, সাইফুল ইসলাম, এসো কাজ করির পরিচালক পারুল বেগমসহ ইউনিয়নরে সকল মেম্বর ও গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ