Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
শেরপুর (বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার শেরপুরে এক স্কুল ছাত্রীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেস্টার অভিযোগ তোজাম (৪৫) নামের এক লম্পটকে আটক করেছে এলাকাবাসী। পরে বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
শেরপুর থানা সূত্রে জানাগেছে, গত ৭ নভেম্বর মঙ্গলবার গভীর রাতে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহীপুর গ্রামের খলিলের পুত্র তোজাম একই এলাকার ৭ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেস্টা করে। ঐ ছাত্রীর চিৎকারে তার বাব-মা ও প্রতিবেশীরা এগিয়ে এসে ঘরের মধ্যে লম্পট তোজামকে আটক করে। বুধবার সকালে বিক্ষুব্ধ এলাকবাসী তাকে গণপিটুনি দিয়ে পুলিশে শোপর্দ করে। এসময় এলাকাবাসী লম্পট তোজামের বিচার চেয়ে বিক্ষোভ করে।
ঐ ছাত্রীর আত্মীয়রা জানান, স্কুলে যাওয়ার পথে দিনের পর দিন লম্পট তোজাম ঐ ছাত্রীকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে কোন সাড়া না পাওয়ায় ঐ রাতে ঘরের টিন কেঁটে তোজাম ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ইতিপুর্বে লম্পট তোজাম এলাকায় এরকম ৪/৫ ঘটনা ঘটিয়েছে বলে এলাকাবাসী জানান। তবে তার বড়ভাই ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় কোন বিচার হয়নি। এ বিষয়ে শেরপুর থানার দারোগা আতোয়ার রহমান জানান, পুলিশ খবর পেয়ে তোজামকে আটক করেছে।