শেরপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধে লাউয়ের জাংলা কেটে ফেলেছে প্রতিপক্ষ


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

শেরপুর (বগুড়া) প্রতিনিধি.


বগুড়ার শেরপুরের চকমুকুন্দ কানাইগাতি গ্রামে জনৈক নবাব আলীর সাথে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত শুক্রবার দিবাগত রাতে লাউ গাছের জাংলা কেটে দিয়ে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে প্রতিপক্ষ দুর্বৃত্তরা। এ ঘটনায় থানা অভিযোগ দায়ের করেছে ক্ষতিগ্রস্থ পরিবার।


    জানা যায়, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের চক মুকুন্দ কানাইগাতি গ্রামের মৃত হাছেন আলী সরকারের ছেলে নবাব আলীর সাথে দীর্ঘদিন ধরে জমি জমা সংক্রান্ত বিরোধ চলছে একই গ্রামের প্রতিপক্ষ আব্দুল গফুর ও আলতাব আলীদের সাথে। আদালতে মামলা চলমান থাকলেও জোরপূর্বক নবাব আলীর জমি দখল নিতে চায় প্রতিপক্ষরা। এর ধারাবাহিকতায় প্রতিপক্ষরা গত ১০ নভেম্বর শুক্রবার গভীর রাতে নবাব আলীর ২০ শতক জায়গায় লাগানো লাউ গাছের জাংগা কেটে ফেলে। এতে জাংলার ৮০টি গাছ ও লাউসহ প্রায় এক লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ নবাব আলী জানান।

    এ ব্যাপারে গত শনিবার রাতে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে বলে থানার উপ-পুলিশ পরিদর্শক(এসআই) আতোয়ার হোসেন জানিয়েছেন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ