শেরপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    শেরপুর (বগুড়া) প্রতিনিধি.

    বগুড়ার শেরপুরে ‘বৈশ্বিক প্রতিযোগিতার উৎপাদনশীলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় উৎপাদনশীলতা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার বেলা সাড়ে ১১টায় শেরপুর উপজেলা চত্তর থেকে উপজেলা নির্বাহি কর্মকর্তা লিয়াকত আলী সেখ এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এ সময় উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আল মাহমুদ কমল, সমাজ সেবা কর্মকর্তা ওবাদুল হক, যুবউন্নয়ন কর্মকর্তা বিজয় চন্দ্র দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার নজমুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার মিনা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মতিন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

    সংক্ষিপ্ত বক্তব্যে তারা বলেন, জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি, সেবাসহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বাড়াতে ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’ উদ্যাপন করা হয়।


    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ