শেরপুরে ট্রাক চাপাই নিহত ১

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার শেরপুরে রাস্তা পারাপার হওয়ার সময় ট্রাক চাপাই সরোয়ারর্দী হোসেন (খোকা) (৮২) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার কলেজরোড এলাকায় মহাসড়ক পারারপর হওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে।

এলাকবাসী সুত্রে জানা যায়, শেরপুর ডিগ্রী কলেজ বগুড়ার সাবেক প্রফেসর সরোয়ার্দী হোসেন (খোকা) প্রফেসর পাড়ার নিজ বাসা থেকে বের হয়ে কলেজরোড এলকায় রাস্তা পারাপার হওয়ার সময় বগুড়াগামী দ্রতগতির মাজদা ট্রাকের (বগুড়া- ড-১১-০৮৫৬) চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহত সরোয়ারর্দী হোসেন খোকা দশশিকা পাড়া গ্রামের মৃত জলিল মন্ডলের ছেলে। এ ঘটনায় ঘাতক ট্রাকচালক দুপচাচিয়া পাচথিতা গ্রামের তমির উদ্দিনের ছেলে হোসেন আলী (৩৫) জনসাধারণ আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে শেরপুর থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম জানান ঘটনায় থানায় অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ