শেরপুরে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা মূলক আলোচনা সভা


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    শেরপুর প্রতিনিধি.


    বগুড়ার শেরপুরে গাড়ীদহ ইউনিয়নের চন্ডিজান এলাকায় এগার জন ডেঙ্গু সনাক্ত হওয়া ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার দুপুর ১২টায় গাড়ীদহ ইউনিয়নের চন্ডিজানে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত আলী সেখ।

    প্রধান অতিথি এলাকা পরিদর্শন করে এক সংক্ষিপ্ত আলোচনায় বলেন- নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি’ আমাদের নিজ নিজ বাড়ি ঘর, বাগান, আঙ্গিনা, ফুলের টব পরিষ্কার-পরিচ্ছতা রাখতে হবে। ডেঙ্গু কোন আতঙ্ক নয়, ডেঙ্গু নিধনে জনসচেতনতায় জরুরী। জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে সকলের নিজস্ব উদ্যোগে বাড়ির আঙ্গিনাসহ ব্যবসা প্রতিষ্ঠান পরিস্কার-পরিচ্ছন্ন রাখার আহবান জানিয়ে আরো বলেন- আজ যদি বাড়ি ঘর, বাগান, আঙ্গিনা, আশেপাশের এলাকা পরিস্কার থাকতো তাহলে ডেঙ্গু ছড়িয়ে পড়তোনা এবং এগার জনের ডেঙ্গু রোগ হত না। তাই আমরা সচেতন হয়।

    এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান দবির উদ্দিন, ইউপি সদস্য মোছাঃ হেলেনা খাতুন, ইউপি সচিব সাজেদুল ইসলামসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল মাঠকর্মি।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ