শেরপুরে দরিদ্র শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ইউএনও


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

আবু জাহের, শেরপুর(বগুড়া) প্রতিনিধি.


বগুড়া শেরপুরে গরম পানিতে ঝলসে যাওয়া দরিদ্র পরিবারের শিশু জাহিদ হাসানকে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিরাজুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে গিয়ে তার নিকট নগদ ৫ হাজার টাকা ও তার চিকিৎসার দায়িত্ব নেন।

    জানা যায়,উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে শেরপুর পৌর শহরের শান্তি নগর এলাকায় শেরপুর শিশুকল্যান প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র মোঃ জাহিদ হাসান গত শুক্রবার স্কুল ছুটি পেয়ে বাড়িতে গিয়ে পারিবারিক কাজে সহযোগিতা করার সময় তার শরীরে গরম পানি পড়ে ঝলসে যায়। তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।

    খবর পেয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম মঙ্গলবার দুপুর ১২ টার দিকে হাসপাতালে জাহিদকে দেখতে গিয়ে নগদ ৫ হাজার টাকা ও তার চিকিৎসার দায়ভার নেন। এ ব্যাপারে শেরপুর শিশুকল্যান প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শাহনাজ পারভীন বলেন- জাহিদ হাসান অনুপস্থিতির কথা জানতে পেরে তিনি তার পারিবারের সঙ্গে যোগাযোগ করলে তাকে এই দুর্ঘটনার কথা জানান। এ সময় অনেকেই উপস্থিত ছিলেন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ