শেরপুরে দলিল লেখক কল্যাণ সমিতির ফেরদৌস সভাপতি ও জামাল সম্পাদক নির্বাচিত


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

শেরপুর (বগুড়া) প্রতিনিধি.


উৎসবমুখর পরিবেশে শান্তিপুর্ণভাবে বগুড়ার শেরপুরে দলিল লেখক কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

    গত রোববার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে পৌরশহরের বারোদুয়ারি খন্দকারপাড়াস্থ সাবরেজিষ্ট্রি অফিস প্রাঙনে অবস্থিত অত্র সমিতির কার্যালয়ে এই নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে সভাপতি পদে এসএম ফেরদৌস খন্দকার ১৫৭ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবু হুরায়রা রাজু পেয়েছেন ৪৯ভোট। আর সাধারণ সম্পাদক পদে জামাল উদ্দিন ১১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আরিফুর রহমান আরিফ পেয়েছেন ৬৪ভোট।

    এছাড়া অন্য পদে নির্বাচিতরা হলেন- সহসভাপতি ওবাইদুর রহমান, সহ সাধারণ সম্পাদক পদে ফিরোজ সিদ্দিকী সবুজ, সাংগঠনিক সম্পাদক পদে আরিফ মাহমুদ, কোষাধ্যক্ষ পদে ফরহাদ আলী তালুকদার, দপ্তর সম্পাদক পদে আবু বক্কর সিদ্দিক ও কার্যনিবাহী সদস্য পদে নাসিম হোসেন জন এবং আলা উদ্দিন মিয়া নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এমএ মতিন নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন।

    তিনি সাংবাদিকদের জানান, নির্বাচনে ২১০জন ভোটারের মধ্যে ২০৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কার্যনির্বাহী পরিষদের মোট ৯টি পদে ৩৩জন প্রার্থিতা প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া সবার সহযোগিতায় শান্তিপুর্ণভাবে এই নির্বাচন সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এই নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ