শেরপুরে দুবলাগাড়ী পরিবহন শ্রমিক সমবায় সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি.


বগুড়ার শেরপুর উপজেলার দুবলাগাড়ী পরিবহন শ্রমিক সমবায় সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০ ঘটিকায় সমিতির কার্যালয়ে সভাপতি আব্দুল বারিক এর সভাপতিত্বে দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র সমিতির উপদেষ্ঠ ও বগুড়া জেলা বিএনপির উপদেষ্ঠা উপজেলা বিএনপির আহবায়ক জানে আলম খোকা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র বাবু স্বাধীন কুমার কুন্ডু, জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোব পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফুর রহমান মিলন, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি।

এছাড়াও অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন অত্র সমিতির পরিচালক শ্রমিক নেতা জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ আলম সরদার, সুলতান শেখ, মানিক রদার, মোহাম্মদ আলি, আব্দুল লতিফ, আনেয়ার হোসেন, শিমুল ইসলাম সবুজ, শামীম ব্যাপারী সহ সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সদস্যদের মধ্য নিয়মিত সঞ্চয় প্রদানকারীদের মধ্য ১০জন সদস্যদের নির্বাচিত করে তাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ