শেরপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি.

বগুড়ার শেরপুরে বাঙ্গালী নদীতে ডুবে বৃষ্টি (৬) ও ফারজানা (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের নলডিঙ্গি পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত বৃষ্টি নলডিঙ্গি পাড়ার আব্দুল আলীমের মেয়ে এবং ফারজানা একই এলাকার ফরহাদের মেয়ে।
খামারকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম রব্বানী জানান, দুপুরে বৃষ্টি মায়ের সাথে তার খেলার সাথী ফারজানাকে নিয়ে বাড়ির কাছে বাঙ্গালী নদীতে গোসল করতে যায়। বৃষ্টির মা তাদের রেখে রোদে কাপড় শুকাতে নদীর পাড়ে যায়। এ সময় তারা নদীতে নেমে ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় পানির নিচে থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) বুলবুল আহম্মেদ দুই শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ