শেরপুরে নাইট কোচে ডাকাতি


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

শেরপুর(বগুড়া) প্রতিনিধি.


বগুড়ার শেরপুরে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। যাত্রীবেশী সাতজনের ডাকাতদল যাত্রীদের মারপিট করে নগদ প্রায় লক্ষাধিক টাকা ও মোবাইল ফোন সেট লুট করে নিয়ে যায়। গত ১৮ নভেম্বর শনিবার দিনগত গভীর রাতে ডাকাতির এ ঘটনা ঘটে।

    শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বুলবুল ইসলাম ডাকাতির বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বুড়িমারী থেকে ঢাকার উদ্দেশে শ্যামলী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-১২৮২) ৩০ জন যাত্রী নিয়ে রওনা হয়। রাত ২টার দিকে বাসটি শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় পৌঁছলে যাত্রীবেশী ডাকাত দল অস্ত্রের মুখে চালক সেলিম মিয়া, সুপারভাইজার রেজা কে জিম্মি করে বাসের নিয়ন্ত্রণ নেয়। তারা যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোনসহ সবকিছু লুটে নিয়ে শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাড়কের মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় নেমে যায়।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ