শেরপুরে নির্বাহি ম্যাজিস্ট্রেট না থাকায় ফুটপাত দখলমুক্ত হলোনা

আবু জাহের. শেরপুর থেকে

বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)’র অবহেলার কারণে গত বৃহস্পতিবার বিকালে স্থানিয় বাসষ্ট্যান্ড এলাকার মহাসড়কের দুই পার্শ্বের ফুটপাত দখলমুক্ত করা হয়নি। এতে জনমনে নানা প্রশ্ন উঠেছে।
জানা যায়, ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর শহরের ধুনটমোড় থেকে কলেজরোড এলাকা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তার দুই পার্শ্বে দীর্ঘদিন ধরে ফুটপাত ও মহাসড়কের কিছু অংশ দখল করে ব্যবসা করে আসছে। এতে পথচারিদের চরম দুর্ভোগ বেড়েছে। ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা। বিষয়টি নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে স্থানীয় পুলিশ প্রশাসন উদ্দ্যেগ নিয়ে গত বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে মহাসড়কের স্থানিয় বাস স্ট্যান্ড এলাকায়
গড়ে উঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে আসে। কিন্তু ফুটপাত দখল করে ব্যবসায়ি ঘর নির্মান করায় পুলিশের পক্ষে উচ্ছেদ অভিযান পরিচলনা করা সম্ভব হয়নি। সেক্ষেত্রে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের প্রয়োজন দেখা দিলেও দেখা মেলেনি তাদের। নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অবহেলার কারনে ফুটপাত দখলমুক্ত না হওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে টাউন ফাঁড়ির টিএসআই শাহ আলম ধুনট বার্তাকে বলেন, আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম স্যারকে রমজান মাসের আগেই ফুটপাত দখলমুক্ত করার কথা জানিয়েছি। কিন্তু উনি আমাদের সময় না দেয়ার কারনে আমরা ফুটপাত দখলমুক্ত করতে পারছিনা। আপনাদের সামনেই তাকে ফোন দিচ্ছি কিন্তু পাচ্ছিনা।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ মোরশেদা খাতুন ধুনট বার্তাকে বলেন, ফুটপাত দখলমুক্ত করতে আমাদের অনেকগুলো নথি প্রস্তুত করতে হবে। নথি প্রস্তুত না হলে ফুটপাত দখলমুক্ত করতে যাওয়া আমাদের সম্ভব না।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সরকারী মোবাইল ফোনে অসংখ্যবার ফোন দেয়া হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ