শেরপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের মে দিবস পালিত

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি.

বগুড়ার শেরপুরে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে। ১লা মে উপলক্ষে দিন ব্যাপি নানা কর্মসূচি পালন করেন উপজেলার বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা। ১ মে সোমবার সকাল ৮টায় ইউনিয়ন কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও ১০ টায় জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফুর রহমান মিলনের নেতৃত্বে বিশাল র‌্যালি শহর প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে পৌর এলাকার নছিরুন্নেছা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সভাপতি আরিফুর রহমান মিলন, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি, কার্যকরি সভাপতি আব্দুস সাত্তার সাদেক, আব্দুল মতিন সেখ, জুয়েল খান, কবির হোসেন, মিঠু খান, আবু হানিফ, জুয়েল খান, চান মিয়া, বাবলু, স্বাধীন সরকার নুরে আলম শাকিল সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ