বগুড়ার শেরপুরে পূর্ব শত্রুতার জেরে গোয়ালঘরে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। জানা যায় গত ২৩ এপ্রিল দিবাগত সন্ধা সাড়ে ৬টায় প্রতিদিনের ন্যয় উপজেলার আয়ড়ার গ্রামের মৃত মোকছেদ সরকারের ছেলে মিনারুল ইসলাম বকুল সরকার নিজ বাড়ীর গোয়ালঘরে তিনটি গরু রেখে রাতে ঘুমাতে যায়। রাত আনুমানিক ১.৩০ ঘটিকায় প্রকৃতিকর ডাকে সাড়া দিয়ে বাড়ির বাহিরে এলে গোয়ালঘরে অগুন দেখতে পান। এ সময় বাঁচও বাঁচাও বলে চিৎকার করলে আশেপাশের লোকজনের সহযোগীতায় ২টি গরু সড়িয়ে ফেললেও ১টি গরুর কিছু অংশ পুরে জায়।
সড়েজমিনে গিয়ে জানা যায় উপজেলা আয়রা গ্রামের মৃত মোখছেদ আলীর ছেলে মনিরুল ইসলাম বকুল এর সাথে একই গ্রামের মৃত খোদাবক্সের এর ছেলে নজরুল ইসলাম সাথে পারিবারিক বিরোধ চলছিল। তারা বিভিন্নভাবে বকুল সরকারকে হেনস্তা ও ভয়ভিতি প্রদর্শন করতো বলে তিনি দাবি করেন। বকুল সরকারকে তার বাড়ী সহ ভিটে জমি বিক্রির প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু মিনারুল ইসরাম বকুল না শোনায় বাড়ীর চতুরদিকে মাটি খুরে গর্ত তৈরি করে যাতে মাটি ভেঙ্গে বাড়ী পরে যায়। তারপরও বকুল সকার বাড়ি বিক্রি না করায় সেই বিরধের জের ধরে পেট্রল ও টিউবে আগুন ধরিয়ে গোয়ারঘরে আগুন দিয়েছে বলে থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগে নজরুল ইসলাম ছাড়াও আফজাল হোসেনের ছেলে ওয়াজেদ আলী ও তছের উদ্দিনের ছেলে শাহ মাহমুদকে বিবাদী করা হয়েছে।