শেরপুরে প্রতিপক্ষের অস্ত্রের কোপে একজন আহত


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

 

আবু জাহের. শেরপুর (বগুড়া) থেকে


    বগুড়ার শেরপুরে পূর্ব শত্রুতার জের ধরে আনিছুর রহমান নামের একজনকে কুপিয়ে মারাত্মক আহত করা হয়েছে। তাঁর অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকায় নেওয়া হয়েছে। এই ঘটনায় শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তছলিম উদ্দিন নামের এক ব্যাক্তিকে আটক করেছে।

    এলাকাবাসি সুত্রে জানা যায়, সোমবার সকালে সাড়ে এগারোটার দিকে উপজেলা কুসুম্বী ইউনিয়নের চন্ডেশ্বর গ্রামের গোলাম হোসেনের পুত্র তছলিম উদ্দিনের (৩০) সাথে একই এলাকার আনিছুর রহমানের (৩৫) পুর্ব শত্রুতার জেরে কথাকাথাকাটি হয়। এরপর তছলিম, আলিম ও রুবেল মিলে আনিছুরকে ধারালো ছোরা দিয়ে এলোপাথারী কোপানোর পাশাপাশি লাঠি দিয়ে পেঠাতে থাকে।

    এ সময় তার চিৎকারে এলাকাবাসি এগিয়ে এলে তারা সেখান থেকে সটকে পড়লে আনিছুরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে শেরপুর এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অবস্থার আরো অবনতি ঢাকায় রেফার্ড করা হয়েছে।

    এই সংবাদ পেয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোঃ এরফানের নেতৃত্বে অভিযান চালিয়ে চন্ডেশ্বর গ্রাম থেকে গোলাম হোসেনের পুত্র তছলিম উদ্দিন (৩০) কে আটক করে এবং তল্লাশি চালিয়ে পুকুরের মধ্যে হতে কোপানোর কাজে ব্যবহৃত ছোড়া সহ লাঠি সোঠা উদ্ধার করে।
    আটককৃত তছলিম সাংবাদিকদের জানায়, প্রায় বছর খানেক আগে সে তার জমিতে বিষ দিলে আনিছুরের বেশ কয়েকটি হাস মারা যায়। সে সময় বিচারে তার ১৫শ টাকা জরিমানা দিতে হয়। সেই শত্রুতার জের ধরে আনিছুর তার বাড়ীর বিদ্যুতের লাইনের তার দুবার চুরি করে এবং মিটারটি ভেঙ্গে ফেললে সেই রাগে সে এমন কাজ করেছে।

    শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোঃ এরফান ধুনট বার্তাকে জানান, পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটিয়েছে। আমরা সংবাদ পেয়ে সাথেসাথে অভিযান চালিয়ে আসামি আটকের পাশাপাশি অস্ত্রটি উদ্ধার করেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ