আবু জাহের. শেরপুর (বগুড়া) থেকে
বগুড়ার শেরপুরে রামনগর উত্তরপাড়া গ্রামে জমিতে পানি সেচকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে রোববার দুপুরে আব্দুর রাজ্জাক (৩৬) নামের এক কৃষক নিহত হয়েছে।
জানা যায়, উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের রামনগর উত্তরপাড়া গ্রামের হযরত প্রামানিকের ছেলে শামীম হোসেনের শ্যালো মেশিন থেকে একই গ্রামের বোরহান উদ্দিন ফকিরের ছেলে আব্দুর রাজ্জাক ঘন্টায় ২শ টাকা চুক্তিতে পানি না নিয়ে অন্য শ্যালো মেশিন থেকে ঘন্টায় দেড় শত টাকা চুক্তি করে গত শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে শব্জির জমিতে পানি দিচ্ছিল। শামীমের জমিতে পানি ঢুকে পড়লে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শামীমের হাতে থাকা লাঠি দিয়ে রাজ্জাকের মাথায় স্বজোরে আঘাত করে। এ সময় সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটে পড়ে। পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার দুপুর ১২টার দিকে রাজ্জাক মারা যায়।
এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম ধুনট বার্তাকে বলেন, কৃষক আব্দুর রাজ্জাককে হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

