
শেরপুর (বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার শেরপুরে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা ও পুজা মন্ডপ গুলোর জন্য বরাদ্দকৃত চাল বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১টায় শেরপুর টাউন পাবলিক ক্লাব লাইব্রেরি মহিলা অনার্স হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহি কর্মকর্তা লিয়াকত আলী সেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৫ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু, ভাইচ চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক সাইফুল বারী ডাবলু, শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বরন্য শ্যন্নাল, সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গৌর দাস রায় চৌধুরী, আল আমিন, আওয়ামী লীগ নেতা আবু তালেব আকন্দ প্রমুখ।
এ সময় ৮৬টি পুজা মন্ডপ কমিটির নিকট সরকারি অনুদানের ৫শ কেজি করে চাল বিতরণ করা হয়।

