Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
আবু জাহের, শেরপুর(বগুড়া)প্রতিনিধি.
বগুড়ার শেরপুরের আটাইল দক্ষিন পাড়া গ্রামে মারপিটের ঘটনা নিয়ে গত বুধবার বিকালে মিমাংসার কথা বলে ডেকে এনে মারপিট করে ফিরোজ আলম(৩৬)কে হত্যার চেষ্টা করা হয়েছে।
জানা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের আটাইল দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে ফিরোজ আলমের জমিতে একই গ্রামের প্রতিপক্ষ তফের উদ্দিনের ছেলে দুলাল, মজিদ, অছিমুদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম ও মজিদের ছেলে হুমায়ন প্রতিদিন তাদের গৃহপালিত হাঁস দিয়ে ধানের চারা নষ্ট করে আসছে। এরই একপর্যায়ে গত ১৪ আগস্ট সোমবার বিকালে ফিরোজের মেয়ে নাজনীন খাতুন তাদের হাঁসগুলি জমিতে দিতে নিষেধ করলে প্রতিপক্ষরা ওই মেয়ে ও তার মা কল্পনাকে মারপিট করে। এঘটনার জেরধরে গত ১৫ আগস্ট মঙ্গলবার ফিরোজ আলম প্রতিপক্ষের কাছে ঘটনা জানতে গেলে তাকেও মারপিট করে। ফলে আহত পরিবার ইউপি চেয়ারম্যানের কাছে বিচার চাইলে ওই রাতেই প্রতিপক্ষরা ফিরোজকে কৌশলে বাড়ী থেকে ডেকে নিয়ে রড,লাঠিশোঠা দিয়ে বেদম মারপিট করে। পরে পরিবারের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে শেরপুর হাসপাতাল ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহরের একটি বেসরকারী হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত রয়েছে এবং সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে আহতের পরিবার জানিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত শেরপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ প্রসঙ্গে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, আহত পক্ষ আমার কাছে বিচার চেয়েছিল। কিন্তু বিচার করার সময় না আসতেই অন্যপক্ষ তাকে মারপিট করেছে বলে জানতে পেরেছি।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ খান মোঃ এরফান বলেন, এ ঘটনা সংক্রান্ত এখনো কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।