শেরপুরে বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি.


বগুড়ার শেরপুরের খিকিন্দা পূর্বপাড়া গ্রামে অগভীর নলকুপের বিদ্যুতের ছিদ্র তারের সাথে জড়িয়ে সকালে কৃষক গিয়াস উদ্দিন (৫৭) মারা যান।

এলাকাবাসি সুত্রে জানা যায়, উপজেলার কুসুম্বি ইউনিয়নের খিকিন্দা পূর্বপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে আয়েজ উদ্দিন ওই গ্রামের আবাদি জমির মাঠে প্রায় ১০ বছর আগে বিদ্যুত চালিত একটি অগভীর নলকুপ স্থাপন করে বিভিন্ন লোকজনের জমিতে পানি সেচ দিয়ে ফসল উৎপাদন করে আসছিল। ওই নলকুপের বিদ্যুতের সংযোগ তার গত ১ মাস ধরে মাটিতে পড়ে থাকায় তারটি ছিদ্র হয়ে যায়। বিদ্যুতের ছিদ্র তার মেরামত না করায় গতকাল রোববার সকাল ১০ টার দিকে একই গ্রামের মৃত হানিফ মন্ডলের ছেলে গিয়াস উদ্দিন ওই নলকুপের পার্শ¦দিয়ে তার জমিতে যাওয়ার সময় তারে জড়িয়ে সে মারা যায়।

এ ব্যাপারে শেরপুর থানার এস আই আরিফুল ইসলাম বলেন- খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছিলাম। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ