Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

শেরপুর (বগুড়া) প্রতিনিধি.
“জলাতঙ্ক : অপরকে জানান, জীবন বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১২টায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম সিডিসি স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন গুতুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন ভাইচ চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, আওয়ামী লীগ নেতা আবু তালেব আকন্দসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।