শেরপুরে বোরো চাল সংগ্রহের উদ্বোধন

আবু জাহের, শেরপুর (বগুড়া) থেকে.

বগুড়ার শেরপুরে খাদ্য অভ্যন্তরীন বোরো চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় শেরপুর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হারুন-উর-রশিদ, উপজেলা পশু সম্পদ কর্মকর্তা আবু রাইহান, শেরপুর থানা চাউল কল মালিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস ভুঁইয়া, আওয়ামীলীগ নেতা ও খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঞ্জু, আওয়ামীলীগ নেতা সাইফুল বারী ডাবলু, শেরপুর থানা চাউল কল মালিক সমিতির সদস্য মাওলানা আব্দুল লতিফ, হানিফ উদ্দিন প্রমুখ।
২০১৭ অর্থ বছরে সরকারের বেধে দেয়া সিদ্ধ চাল কেজি প্রতি ৩৪ ও আতপ চাল ৩৩ টাকা দরে শেরপুর উপজেলার মোট বরাদ্দ সিদ্ধ চাল ১৩ হাজার ৭৯৩ মেঃ টন ও আতপ চাল ৪ হাজার ৪৪৭ মেঃ টন সংগ্রহের কার্যক্রম শুরু করা হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ