
শেরপুর (বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার শেরপুরের ফুলতলা মধ্যেপাড়া এলাকায় গতকাল সোমবার সন্ধ্যায় অটোভ্যানের ধাক্কায় সাইম হোসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা যায়, উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের ফুলতলা মাদ্রাসা পাড়া গ্রামের আনোয়ার হোনের ছেলে সাইম হোসেনকে সাথে নিয়ে দাদা গত সোমবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে ফুলতলা মধ্যেপাড়া এলাকার আঞ্চলিক সড়কে বেড়াচ্ছিল। এ সময় বিপরিত দিক থেকে দ্রুতগতির একটি অটোভ্যান সাইমকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে শিশুটি গুরুত্বর আহত হলে দাদাসহ স্থানিয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে পরিবারের লোকজন জানিয়েছেন।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর ধুনট বার্তাকে জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

