শেরপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের মহান মে দিবস পালিত

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি.

বগুড়ার শেরপুরে মহান মে দিবস উপলক্ষে উপজেলা ও শহার জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১লা মে সোমবার সকাল ৮টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও সকাল ১১ টায় র‌্যালী শেষে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইউসুফ আব্দুল্লাহ হারুন এর পরিচায়নায় বাসট্যান্ড দলিয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির উপদেষ্ঠা জানে আলম খোকা। তিনি তার বক্তব্যে বলেন বর্তমান সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করতে বিভিন্ন কৌশল অবলম্বন করছে। সেই ধারাবাহিকতায় মহান মে দিবস উপলক্ষে ঢাকায় কেন্দ্রীয় জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মসূচি পালনের অনুমতি দেয়নি। এতে শ্রমিকদের অধিকার কেড়ে নেয়া হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব পিয়ার হোসেন পিয়ার, শাহ আলম পান্না, কাউন্সিলর জাকারিয়া মাসুদ, হাসানুল মারুফ শিমুল, মির্জা নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, শাহাবুল করিম, শ্রমিক নেতা শফিকুল ইসলাম সাগর, হাতমুজ্জামান হাতেম, আব্দুস সালাম, জয়নাল আবেদিন, জামরুল ইসলাম প্রমুখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ