শেরপুরে মিড ডে মিলের পরিদর্শন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি.



শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগ্ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের পরিদর্শন করছেন জেলা শিক্ষা অফিসার হোসেন আলী।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষা কর্মকর্তা শামিম ইকবাল সহ অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হালিম খোকন, প্রধান শিক্ষক রওশন আরা সহ সকল শিক্ষক/শিক্ষিকা বৃন্দ।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম জানান, পৌরসভাসহ এই উপজেলার ১০ ইউনিয়নে ১৩৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রতিটি ইউনিয়নে একটি করে বিদ্যালয়ে প্রতিমাসে একবার করে মিড ডে মিল চালুর নির্দেশনা রয়েছে। কিন্তু বিদ্যালয়েগুলোতে এখনও চালু করা সম্ভব হয়নি। সরকারি বরাদ্ধ প্রাপ্তি সাপেক্ষে প্রতিটি বিদ্যালয়ে এই কার্যক্রম চালু করা হবে।

তবে বাগ্ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কিমিটির সভাপতি সহ অন্যরা নিজেদের মত করে এই কার্যক্রম শুরু করেছে বলে এই কর্মকর্তা জানান।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ