শেরপুরে মীনা দিবস পালিত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি.

মনের মত স্কুল পেলে, খেলবো আমরা হেসে খেলে” এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে মীনা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় বগুড়ার শেরপুরে প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা চত্তর থেকে র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে এক আলোচনা সভায় মিলিত হয়।

উক্ত র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ, ভাইচ চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আমির হামজা, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক সাইফুল বারী ডাবলু, সমাজ সেবা অফিসার ওবায়দুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা বিজয় চন্দ্র দাস, উপজেলা শিক্ষা অফিসার মিনা খাতুন, , উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মতিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ