শেরপুর (বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার শেরপুরে মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠনের উদ্যোগে অসহায় দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শহরের খন্দকারপাড়াস্থ সংগঠনের কার্যালয়ে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৈত্রীর নির্বাহী পরিচালক আব্দুস সাত্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লিটন সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাইফুল বারী ডাবলু ও শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী। এছাড়া অন্যদের মধ্যে মৈত্রীর কর্মকর্তা আমিনুল ইসলাম বাবলু, রাজু আহমেদ, আব্দুস সালাম, লুবনা খাতুন, সাংবাদিক আবু জাহের প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান ও আমন্ত্রিত অতিথিরা উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক অসহায় দুঃস্থ শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।

