শেরপুরে শিক্ষার্থীদের হাতে নতুন বই ॥ আনন্দের ঢেউ


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

আবু জাহের, শেরপুর(বগুড়া) প্রতিনিধি.


সারাদেশের ন্যায় নতুন বছরের শুরুতে বগুড়ার শেরপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে প্রায় সাড়ে ৭ লাখ নতুন বই বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অংশ হিসেবে ১ জানুয়ারী সোমবার সকাল থেকে দুপুর পযর্ন্ত শিক্ষার্থীদের হাতে বিনামুল্যে পাঠ্যপুস্তক বিতরনের মাধ্যমে বই উৎসব পালন করেন ফুলতলা দাখিল মাদ্রাসয় সরকারের দেয়া বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য ও মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম আজাদ রাঙ্গা, সামছুদ্দিন মন্ডল, দেলোয়ার হোসেন,শাহবন্দেগী ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার ছায়দার রহমান সাকিব, মাদ্রাসা সুপার আব্দুল বাছেদ, সহকারী সুপার আবুল কালাম আজাদসহ অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাবৃন্দ। এদিকে বছরের প্রথম দিনেই উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে, তাদের চোখে-মুখে আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে।

    উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানা যায়, উপজেলার ১৩৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ মোট ২৫০টি শিক্ষা প্রতিষ্ঠানকে ২লাখ ১৭ হাজার ২শটি, মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে ৪৩টি স্বতন্ত্র এবতেদায়ী, ৮৫টি এবতেদায়ী মাদ্রাসা ও ৪২টি দাখিল মাদ্রাসার ১লাখ ২৬ হাজার ৮শ, এবং ৮৫টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৩লাখ ৭২ হাজার ৭শ টি নতুন বই বিতরণ করা হবে। এরই ধারাবাহিকতায় উপজেলার শেরপুর ডিজে মডেল হাইস্কুল, শেরউড ইন্টারন্যাশনাল (প্রাঃ) স্কুল এন্ড কলেজ, শেরপুর পৌরসভা প্রাথমিক বিদ্যালয়, আনোয়ারা সিরাজ স্কুল, আর-রাযী প্রাইভেট মাদরাসা, শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসা, শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সামিট স্কুল এন্ড কলেজ, শালফা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ধড়মোকাম উচ্চ বিদ্যালয়, তাতড়া উচ্চ বিদ্যালয়, ছোনকা উচ্চ বিদ্যালয়, বিশ্বা উচ্চ বিদ্যালয়, বিশালপুর উচ্চ ও সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, মেয়র, জেলা পরিষদ সদস্য, স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষকসহ স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গের উপস্থিতিতে দিনব্যাপী নতুন বই বিতরন করা হয় বলে জানা গেছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ