শেরপুরে শ্বাসরোধ করে যুবককে হত্যা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি.


বগুড়ার শেরপুরের রামনগর পশ্চিমপাড়া গ্রামের তৌহিদুল ইসলাম (২৬) কে মোবাইল ফোনে ডেকে নিয়ে হাত পা বেধে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ। রোববার দুপুরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

জানা যায়, উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের রামনগর পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে তৌহিদুল ইসলামকে গত শনিবার রাত সাড়ে ৮ টার দিকে কে বা কারা মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় এবং রাতের যে কোন সময় তার হাত পা বেঁধে, নাক ও মুখে টেপ লাগিয়ে শ্বাসরোধ করে হত্যা করে গ্রামের উত্তর পাশে করতোয়া নদীর পাড়ে ফেলে রেখে দেয়। স্থানীয় লোকজন গতকাল রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে নদীর পাড়ে তৌহিদুলের লাশ দেখতে পেয়ে শেরপুর থানায় খবর দেয়। পরে থানার অফিসার ইনচার্জ খান মোঃ এরফান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নিহতের বড় ভাই রফিকুল ইসলাম বলেন, প্রেম ঘটিত কারনে এ হত্যাকা- ঘটেছে বলে আশংকা করা হচ্ছে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ খান মোঃ এরফান হত্যার ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ